রাঙ্গুনিয়ায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

0

নিজস্ব সংবাদদাতা,রাঙ্গুনিয়া : ৫ আগস্ট : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার ৫ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ ভট্টাচার্য্য, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিচ আজগর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিকে লিটন চৌধুরী প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের রাঙ্গুনিয়ার সুপারভাইজার মোকাম্মেল হক শাহ্।

Share.

Leave A Reply