রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে স্কুল কমিটি ও শিক্ষকদের সাথে ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের আওতায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাফর ছালেক সিকদার, আনোয়ারুল করিম সিকদার, ইকবাল শাহ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার জেসমিন আকতার, রনজিত চক্রবত্তী, আবুল কালাম, ইপসার জিএমসি সদস্য মোকারম হোসেন, ওসমান গনি চৌধুরী, যুব সদস্য জাহেদ হোসেন, শিক্ষার্থী লুৎফুন্নেচ্ছা, সুইসায়মং মারমা ।
রাঙ্গুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে এ্যাডভোকেসি সভা
0
Share.