নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় অভিযোগ

0

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নগদ টাকা , স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাড়ে ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন এক নারী। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোরেরকূল এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) ফারজানা আক্তার রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, “ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘরে কেউ না থাকার সুযোগে সিঁড়ির দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত চলবে। ”
ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, “ওইদিন রাতে আমিসহ ঘরে কেউ ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। ঘরের কক্ষের তালা ভেঙ্গে ঢুকে আলমিরা ভেঙ্গে দুই লাখ ১৫ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।”

Share.

Leave A Reply