চমেক হাসপাতালের নালায় মিলল নবজাতকের মরদেহ

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নালা থেকে মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটি ক্ষতবিক্ষত ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন পূর্বকোণকে বলেন, ‘সকালে অগ্রণী ব্যাংকের পিছনে একটি নালা পরিষ্কার করছিল সুইপাররা। এ সময় তারা পলিথিনে মোড়ানো একটি বাচ্চা দেখতে পায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে বাচ্চাটি উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাচ্চাটির বয়স এক মাসের মতো। কেউ এটা ড্রেনে ফেলে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Share.

Leave A Reply