রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ১০০ জন দুস্থ কৃষককে বিনামূল্যে সার দেয়া হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী ইউনিয়নের বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী এসব সার দেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কুতুবুল আলম, বেতাগী ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুল আবছার, সাংবাদিক পান্থনিবাস বড়–য়া, ইউনিয়ন আ.লীগ নেতা মোহাম্মদ বাহাদুর, আজিজুল হক, যুবলীগ নেতা মো. রিপন, মো. মোস্তাক, রাজীব আবদুল্লাহ, সাজ্জাদ হোসেন, মো. খোকন, মো. ইসকান্দর, ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন চৌধুরী শুভ, সিরাজুল হক সুজন, মো. রাশেদ, মো. মিরাজ, মো. মুরাদ, মো. মিনহাজ, মো. আসিফ, মো. জাহেদ, মো. পারভেজ, মো. সাব্বির, মো. মঈন, মো. ওবায়দুল প্রমুখ।