কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ১৭সেপ্টেম্বর ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শাহপরীদ্বীপ জালিয়াপাড়া প্যারাবন সংলগ্ন এলাকায় অভিযানে যায়।
এসময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বাঁশি ও টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে উক্ত ব্যাক্তি বস্তা ফেলে প্যারা বনের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে পরিচালনা করে ২৮হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।