রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এদিন খেলায় শিলক রয়েল স্পোর্টিং ক্লাব ফুটবল দল জয়লাভ করেছে। তারা ৪-০ গোলের ব্যবধানে উত্তর রাঙ্গুনিয়া মোহাম্মদপুর সবুজবাংলা ফুটবল একাদশকে পরাজিত করে। এদিন খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম সুজা উদ্দিন। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুশান্ত বড়ুয়া, সাবেক ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া, আলী আকবর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, মুক্তি সাধন বড়ুয়া, পিপলু বড়ুয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আবদুল মালেক, বিষু বড়–য়া, রাসেল রাসু, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সম্পাদক মানিক কান্তি দাশ প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শিলক রয়েল স্পোর্টিং ক্লাবের মো. আরমান। এদিন খেলা পরিচালনায় ছিলেন ওয়াহিদুল আলম, দেলোয়ার হোসেন ও অপু কান্তি দাশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে প্রতিদ্বন্ধিতা করবে সোনালী অতিত ফুটবল দল বনাম রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি।
রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান ফুটবল টুর্নামেন্ট : চতুর্থ খেলায় জয়ী শিলক ফুটবল দল
0
Share.