নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলে এই ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- একাকার গ্রুপের ১৯-২০ শিক্ষাবর্ষে মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের সীমান্ত।বিবাদমান দুই গ্রুপ হচ্ছে- বগিভিত্তিক ছাত্রলীগের সংগঠন ভিএক্স ও একাকার। এফ রহমান হলে একটি রুম দখলের বিবাদ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘জুনিয়র ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক।’