রাঙ্গুনিয়া প্রতিনিধি
বাইকারদের সংগঠন “রাঙ্গুনিয়া বাইক লাভার্স” (আরবিএল)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই উপলক্ষে রাউজান তাপবিদ্যুৎ থেকে হেলমেট এবং সংগঠন এর জার্সি পড়ে শতাধিক সদস্যের অংশগ্রহণে স্বাগত র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ শেষে কাপ্তাই প্রশান্তি পার্কে এসে শেষ হয়। দুপুরের দিকে পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া বাইক লাভার্স’র এডমিন মো. গিয়াস উদ্দিন। উদ্বোধক ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। এডমিন মো. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, প্রশান্তি পার্কের পরিচালক মো. নাছির উদ্দিন, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম সিকদার, সংগঠনটির এডমিন মো. মঈন, মো. আসিফ, মো. মুন্না, মো. সাকলাইন প্রমুখ। শেষে কেক কেটে রাঙ্গুনিয়া বাইক লাভার্স’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং মোটরসাইকেল স্টার্ন প্রদর্শনী করা হয়।
উল্লেখ্য ২০১৫ সালে হেলমেটের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আহসান হাবীব নামে এক তরুণ এই সংগঠন প্রতিষ্টা করেন। কিন্তু ২০১৯ সালে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া বাইক লাভার্স’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
0
Share.