রাঙ্গুনিয়ায় বেতাগীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ১০০ জন দুস্থ কৃষককে বিনামূল্যে সার দেয়া হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী ইউনিয়নের কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী এসব সার দেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল আবছার। সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন পরিষদ ও উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ আবু মনসুর। উদ্বোধক ছিলেন বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী। ছাত্রলীগ নেতা তানজীল আহমেদ জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মাহাবুব আলম মেম্বার, উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনসুর উদ্দিন, ওয়ার্ড আ.লীগ সভাপতি শওকত ওসমান, কৃষক নেতা আবু মোহাম্মদ, মো. হাসান, আবদুল মোতালেব, জমির হোসেন প্রমুখ। উল্লেখ্য এর আগে ১৭ সেপ্টেম্বর বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ জন কৃষককে বিনামূল্যে সার দেয়া হয়েছিল।

Share.

Leave A Reply