কর্ণফুলীতে ধানখেতে কিশোরের মরদেহ 

0
চট্টগ্রাম: কর্ণফুলীতে ধানখেত থেকে মো. শাকিল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শাকিল পটিয়ার বড়লিয়া ইউনিয়নের বুধপুরা বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে।

জানা গেছে, নিহত শাকিল দীর্ঘদিন ধরে চরলক্ষ্যা কুইদ্দারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন। পুরাতন ব্রিজ এলাকার একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করতেন তিনি। গতকাল (শুক্রবার) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা সকালে ধানখেতে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ধানখেতে এক কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় ফোন করে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

Leave A Reply