হাটহাজারীতে বজ্রপাতে মহসিন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ ১৩ অক্টোবর, বুধবার দুপুর পৌনে ১ টায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারকুল দাঈমুদ্দিন শাহ (রহঃ) ও বশির উল্লাহ শাহ (রহঃ) মাজার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই বাড়ির মৃত নাছের আহম্মদের পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মহসিন ঘরের দক্ষিণ পাশের পুকুরপাড় একটি তালগাছের নিচে অবস্থান করছিল। তখন মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছিল হঠাৎ বজ্রপাত তালগাছের পাশে আরেকটি গাছে এসে পড়লে গাছটি ভেঙ্গে যায়।
একইসাথে বজ্রপাতের বিদ্যুৎ মহসিনের গায়ে লাগলে সেও পার্শ্ববর্তী জমিনে পড়ে যায়। পরে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে ফতেয়াবাদ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।