রাঙ্গুনিয়া প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গুনিয়ায় কুমিল্লার ঘটনা নিয়ে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সবাই সজাগ থাকুন। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে , কোনো কুচক্রী মহলের অপপ্রচারে কান না দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজা পালন করুন। বুধবার (১৩ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার একথা বলেন। এই সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, আ.লীগ নেতা নির্বানীতোষ সাহা ভাস্কর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী, উপজেলা বৌদ্ধ সমিতির সমাজ কল্যান সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো বলেন, ” তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি অসুস্থতার কারনে আসতে পারেননি। তাই পূজা উপলক্ষে তিনি সনাতন সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।”
রাঙ্গুনিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার
0
Share.