রাঙ্গুনিয়ায় নৌকা প্রতীকে নির্বাচন করতে চান একঝাঁক নতুন মুখ

0

আব্বাস হোসাইন আফতাব ঃ
রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। যেকোন সময় ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। তবে তফসিল ঘোষণার আগে থেকেই দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতা। দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে ওঠেছেন তারা। তবে আওয়ামী লীগের বাইরে অন্য কোন দলের প্রার্থীকে মাঠে তৎপর হতে দেখা যায়নি।
উপজেলার হোছনাবাদ, চন্দ্রঘোনা, কোদালা ও বেতাগী ইউপিতে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে, শীর্ষ নেতা থেকে শুরু করে এলাকার সাধারণ ভোটারদের জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার কথা। এমনকি অনেকে নেতাকর্মীদের সাথে ঘরোয়া বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন। বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি একঝাঁক নতুন মুখ আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন এসব ইউনিয়নে।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন : এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ইদ্রিছ আজগর ছাড়াও দলীয় মনোনয়ন পেতে লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক।
হোছনাবাদ ইউনিয়ন : হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা সেকান্দর হোসেন ছাড়াও দলীয় মনোনয়নের দৌড়ে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী দানু মিয়া, সধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অসীম বরণ সুশীল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট নুরুল আলম।
বেতাগী ইউনিয়ন : বেতাগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নূর কুতুবুল আলম ছাড়াও দলীয় মনোনয়ন চাইছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আবছার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ আবুল মনছুর মেম্বার ও মুস্তাফিজুর রহমান।
কোদালা ইউনিয়ন : কোদালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম তালুকদারও এবার মনোনয়নের দৌড়ে রয়েছেন। এরবাইরে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম তালুকদারও দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা যায়।
এদিকে ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন দলের দুঃসময় ২০০৩ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মোহাম্মদ হোসেন তালুকদার।
তবে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে এবং সাংগঠনিক নিয়মে ৮ সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন কমিটি গঠন করা হবে। সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে দলীয় বর্ধিত সভার মাধ্যমে প্রতি ইউনিয়ন থেকে ঐক্যমত অনুসারে ১ জন প্রার্থী কিংবা তা সম্ভব না হলে ৩ জনের নাম পাঠানো হবে জেলায়। জেলা থেকে বাছাই করে কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে।”
তিনি আরও বলেন, ‘দলের জন্য ত্যাগী, তৃণমূলে জনপ্রিয়, এবং শিক্ষা-দীক্ষায় যিনি এগিয়ে এমন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে অগ্রাধীকার দেওয়া হবে।”

Share.

Leave A Reply