রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রেমিক লীগের সভাপতি রতন দাশ। সাধারণ সম্পাদক এস এম সোহেল রানার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, আবদুল হালিম, মোরশেদ তালুকদার, আইয়ুব রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম আজাদ, ইদ্রিছ আলম, প্রচার সম্পাদক আবদুল মোনাফ, সরফভাটা ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার, দক্ষিণ রাজানগরের ইউনিয়নের সভাপতি মো. কাশেম, শিলকের সাধারণ সম্পাদক মোহাম্মদ, মরিয়মনগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌরসভার সাংগঠনিক সম্পাদক শেখ এছারুল হক, সহ সভাপতি আলী সিকদার, মো. বাদশা, মহিলা শ্রমিক লীগের আহবায়ক সরবলা দে, যুগ্ম আহবায়ক রমা নাথ প্রমুখ। শেষে কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
রাঙ্গুনিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী
0
Share.