রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গাবতল পারুয়া স্বনির্ভর রাঙ্গুনিয়া অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল মোনাফ এবং সাধারণ সম্পাদক পদে মো. সেকান্দর বাদশা নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে মো. সালাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. শাহ আলম মিটু এবং সদস্য পদে ইকবাল হোসেন, এরশাদ হোসেন, মো. পেয়ারু, মঞ্জুরুল আলম, হেলাল উদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে ৬১২টি ভোটের মধ্যে ৫১৭টি ভোট সংগৃহীত হয়েছে।
রাঙ্গুনিয়ার মরিয়মনগর অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
0
Share.