রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে আরিফুল ইসলাম সারেক, সহসভাপতি মো. আরফাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে শাহেদুল ইসলাম ইভান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহেদুল ইসলাম, সহসভাপতি পদে মোহাম্মদ আল আমিন এবং সাধারণ সম্পাদক পদে জয় রাজ নির্বাচিত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম এবং সাধারণ সম্পাদ শিমুল গুপ্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে সম্প্রতি স্বনির্ভর রাঙ্গুনিয়া, মরিয়মনগর ও পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয়েছিল।
এদিকে সরফভাটায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার খবরে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেছে স্থানীয় নেতৃবৃন্দ। এদিন বিকালে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। যেখানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাড়াও অংশ নিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়ার দুই ইউপিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
0
Share.