রাঙ্গুনিয়া প্রতিনিধি
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উত্তর শাখার উদ্যোগে ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙ্গুনিয়া উত্তরের সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস (র্যালি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে র্যালিটি হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়। র্যালিটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার ইসলামপুর গাবতল, রাণীরহাট, পারুয়া ডিসি সড়ক এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ঘাটচেক, রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে একই মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা এম এ মান্নান আলকাদেরী। সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি গাজী মাওলানা আবুল কালাম বয়ানী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এড্ভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ। বিশেষ বক্তা ছিলেন এড্ভোকেট জাহাঙ্গীর আলম। কাজী মো. মামুনুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আ. ত. ম. লিয়াকত আলী (মা.), আল্লামা ওসমান গণি, আল্লামা নুরুন্নবী, মাস্টার জমির হোসেন, মাওলানা আবু নওশাদ নঈমী, মো. ওমরা মিয়া, অধ্যাপক মো. গোফরান, তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া, আবদুল মোতালেব মাতব্বর, কাজী মোহাম্মদ লোকমান, এইচ এম শহীদুল্লাহ প্রমুখ। মাহফিল শেষে মিলাদ, কিয়াম, তবরুক বিতরণ ও মোনাজাত করা হয়।
রাঙ্গুনিয়ায় মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুস
0
Share.