কর্ণফুলীতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ৩

0

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান শাহমীরপুর সনাতন পাড়ার পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার জাগিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল মাহমুদ।

এরা হলেন-উপজেলার জাগিরপাড়া এলাকার শাহাজাহান (৪০), মামুন (২২) এবং ফোরকান (৩০)। তবে এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা কতটা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মাহমুদ জানান, আটক ব্যক্তিদের প্রতিমা ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের পূজা মণ্ডপে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পূজা পরিষদের সভাপতি সজল দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ১৫০ জনকে আসামি করে একটি ভাঙচুর মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪০।

Share.

Leave A Reply