রাঙ্গুনিয়ায় আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে ঐতিহ্যবাহী রাহাতীয়া দরবার শরীফের ৫৬তম জুলুস (ব্যালী) কাল মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। জুলুসটি এদিন সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়ার নুরুল উলুম কামিল (এমএ) মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হবে। র্যালিতে নেতৃত্ব দেবেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী (মা.)।
র্যালিতে দরবারের ভক্তসহ সর্বস্তরের সুন্নী জনসাধারণকে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন সংগঠনটি মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন নঈমী।
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের ৫৬তম জুলুস কাল
0
Share.