রাঙ্গুনিয়া প্রতিনিধি
ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে মফিজুল হক চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল ইসলাম পান ৭৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম চৌধুরী ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোরশেদুল আজিম চৌধুরী খোকন পান ৭৯ ভোট। মোট ভোটার ছিল ২৮৫। ভোট গ্রহন হয় ১৮৮ টি। এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী ও প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান।
নির্বাচন পরিচালনা কমিটি জানান, নির্বাচনে ১১টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৯ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহ সভাপতি জরীপ আলী, যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী রণী, অর্থ সম্পাদক মো. কুসুম, বহি: ক্রীড়া সম্পাদক মো. মহসিন, আন্ত:ক্রীড়া সম্পাদক খাইরুল আমিন মিনা, গ্রন্থনা ও পাঠাগার সম্পাদক শওকত চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক রিফাত চৌধুরী, সদস্য মো. এসকান্দর ও রওশন আলী খাঁন।
রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচনে মফিজুল সভাপতি, সেলিম সম্পাদক নির্বাচিত
0
Share.