নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে বসতঘরের উঠান থেকে সিএনজি চালিত অটোরিক্সার চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন এক নারী। শনিবার (২৩ অক্টোবর) রাতে পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, হাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রোববার (২৪ অক্টোবর) সকালে লিজা আকতার নামে ওই নারী অটোরিক্সা চুরির ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজীপাড়া এলাকার প্রবাসী সাজ্জাদ উল্লাহ’র মালিকানাধীন রেজিস্ট্রেশনভুক্ত সিএনজি চালিত অটোরিক্সা ভাড়ায় চালান স্থানীয় মো. লিটন। তিনি প্রতিদিনের মতো অটোরিক্সা চালিয়ে একই এলাকার নিজ বাড়ির উঠানে রাখে। পরদিন অটোরিক্সা নিয়ে বের হতে চাইলে ঘরের বাইরে এসে দেখে উঠানে রাখা অটোরিক্সাটি নেই। পরে বিষয়টি প্রবাসী সাজ্জাদ উল্লাহর স্ত্রী লিজা আকতারকে জানান। লিজা আকতার পরে থানায় অভিযোগ করেন।
তদন্ত কর্মকর্তা ও রাঙ্গুনিয়া উপ-পরিদর্শক(এসআই) আবদুল মজিদ বলেন, “ অভিযোগ পেয়েছি। অটোরিক্সার চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ”
রাতের আঁধারে বাড়ির উঠান থেকে চুরি হলো অটোরিক্সা
0
Share.