চমেকে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ৩

0
স্টাফ করেসপন্ডেন্ট  |
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে ৩ জন।শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির  বলেন, রাতের ঘটনার জের ধরে সকালে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share.

Leave A Reply