নিউজ ডেস্ক: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কমিশনের বৈঠক শেষে এক সংবাদব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৯তম কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়।নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী— ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২৫ নভেম্বর।
দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর, বাছাইয়ে বৈধ প্রার্থীরা ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর নির্বাচনে ভোট নেওয়া হবে ২৩ ডিসেম্বর।