চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্দিষ্ট সময় পার হওয়ার পর বাড়ি ফিরলেন আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. রফিকুল ইসলাম তালুকদার নামের এই নেতা বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বাসা থেকে রাঙ্গুনিয়া গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। এরপর তাঁকে পাওয়া যাচ্ছিল না।রফিকুল ইসলামের স্বজন ও অনুসারীরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ বন্ধ পান তাঁরা।স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম তালুকদার বুধবার বিকেলে রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। এরপর সম্ভাব্য সব স্থানে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পাওয়া যায়নি। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি ফিরে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন করলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।পরে তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বুধবার তিনি (রফিকুল ইসলাম) বাসা থেকে বের হলেও বৃহস্পতিবার বিকেলে তিনি চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে আসেন। মুঠোফোন নষ্ট হওয়ার কারণে তাঁকে দীর্ঘ সময় পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। তিনি দীর্ঘ সময় কোথায় ছিলেন, কী কারণে গেছেন, বলতে রাজি হননি তিনি।
বৃহস্পতিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৫ ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা দলের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লালানগর ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন।