চট্টগ্রামে রাউজানের নোয়াপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ মো. রিয়াজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন উপজেলার নোয়াপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নাছির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নোয়াপাড়া স্কুল গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে নোয়াপাড়া স্কুল গেটের সামনে থেকে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। আজ বুধবার (১৭ নভেম্বর) অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।