রাঙ্গুনিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকার অর্থদন্ড

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলার সরফভাটা ইউনিয়নের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালিয়ে সরফভাটা ইউনিয়নের কর্ণফুলী অটোব্রিক্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে ভাটা পরিচালনা করায় জরিমানা করা হয়। এইসময় ভাটার ম্যানেজার আবদুল হাকিমকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

Share.

Leave A Reply