রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে ১৩ ইউনিয়নের অলিগলি। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন। প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। পাশাপাশি মাইকে বাজছে গান। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পোষ্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই, ফেসবুকেও প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুড়িতে নয় সৎ ও যোগ্য প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বেতাগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ঢেমিরছড়া এলাকায় গিয়ে দেখা যায়, স্বতন্ত্র থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শফিউল আলম প্রচুর লোকজন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিলি করছেন। তাঁর পিছনে পিছনে রয়েছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা।
প্রচারণা শেষে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম বলেন, “ এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বাচনী প্রতীক আনারসকে পরিচয় করে দিচ্ছি। এলাকার মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এলাকার মানুষ আমাকে নিরাশ করবেন না। ”
একই এলাকার ভোটার রফিকুল ইসলাম (৫৬) বলেন, “ যিনি এলাকার মানুষের সুখেদুখে কাছে থাকবেন তাঁকেই আমরা ভোট দেব।” report – Abbas Hossain Aftab
রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনের প্রচারণায় মুখর গ্রামের অলিগলি
0
Share.