রাঙ্গুনিয়ায় শপথ নেয়ার আগেই মারা গেলেন ইউপি সদস্য

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একই ইউনিয়নের সাহাব্দীনগর গ্রামের বলির বাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।
পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, আবুল কালাম ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভোগছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বর্তমান ইউপি সদস্য ইব্রাহিম খলিলসহ ওয়ার্ডের ৩ প্রার্থীকে পরাজিত করে ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ২০০৩-১১ মেয়াদেও পরিষদের সদস্য ছিলেন। শপথ নেয়ার আগেই তিনি চলে গেলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

Share.

Leave A Reply