রাঙ্গুনিয়ার মৎস্য কর্মকর্তা স্বপনের বিদায় সংবর্ধনা

0

রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা বৃহষ্পতিবার(২ ডিসেম্বর) বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট মো. ওবাইদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা দিবাকর দাস মান্না, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মৎস্য সস্প্রসারণ প্রতিনিধি (লিফ) খোরশেদ আলম, শাহনেওয়াজ সেন্টু নুর মোহাম্মদ আজাদ, সিরাজুল কাদের চৌধুরী, নাজিম মো. লোকমান। উল্লেখ্য স্বপন চন্দ্র দে ইতিমধ্যে পটিয়া উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। প্রায় ৬ বছর তিনি রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার এই অফিসার ৩৪তম বিসিএসের সদস্য। চাকরি জীবনে তাঁর প্রথম কর্মস্থল ছিল রাঙ্গুনিয়া। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

Share.

Leave A Reply