নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় সড়ক পার হতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধার। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইটের সামনে এই ঘটনা ঘটে। তার নাম মন্টু দে (৬৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুলকুরমাই এলাকর নিবারণ দে’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “চট্টগ্রাম শহরমুখী একটিঅটেরিক্সা বৃদ্ধ মন্টুকে ধাক্কা দিয়ে চলে যায়। এই সময় পরে সড়কে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য একটি অটোরিক্সা তাঁকে চাপা দেয়। মারাত্বক আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। ওই বৃদ্ধ কৃষিকাজ করেন জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিফাত কারনাইন বলেন, “ হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে ও মাথায় গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। ”
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
0
Share.