চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় গাড়ি ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় টোল রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-হালিশহর থানার রামপুর ওয়ার্ডের মো. আব্দুল খালেকের ছেলে মো. রুবেল (৩৪), লক্ষীপুর জেলার সদর থানার ৮ নম্বর ওয়ার্ডের মো. আহসান উল্ল্যাহর ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও উত্তর হালিশহরের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. ওসমান গনি প্রকাশ সুমন প্রকাশ সুমন হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টোল রোডের নিচে একদল ডাকাত স্ক্র্যাপবাহী গাড়ি ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি লম্বা কিরিচ, টর্চ লাইট, লোহার রড, কাভার্ডভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।