রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রণালীর প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ২০২১-২২ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই প্রণালীর প্রদর্শন করা হয়। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য রমেন্দ্র লাল দে, উপসহকারী কৃষি কর্মকর্তা পংকজ কুমার পালিত, সালাউদ্দিন আল আজাদ, আজগর হোসেন চৌধুরী, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, কৃষক জগদীশ কান্তি পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে ট্রাইকো কম্পোস্ট তৈরি প্রণালী প্রদর্শনী করা হয়। প্রথমে পাকা চৌবাচ্চা অথবা স্যানিটারি রিং দ্বারা বানানো হাউসে গোবর, মুরগির বিষ্ঠা, সবজির উচ্ছিষ্ট, কচুরিপানা, কাঠের গুঁড়া, নিমপাতা ও চিটাগুড় মিশ্রণ তৈরি করা হয়। এক টন মিশ্রণ পচাতে ৫০০ মিলি ট্রাইকো ড্রামা অণুজীব মেশাতে হয়। এতে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে জৈব পদার্থ পচে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদিত হয় ও লিচেট পাওয়া যায়। আর এই জৈব সার ফসলের উৎপাদন বৃদ্ধিতে এবং লিচেট রোগবালাই দমনে ব্যবহৃর করা যায়। এ সার জমিতে ব্যবহার করে কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। অপরদিকে ট্রাইকো লিচেট ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগবালাই দমনে তা ব্যবহৃত হচ্ছে। ফলে কৃষকদের রোগবালাই দমনে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না।
রাঙ্গুনিয়ায় ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রণালী প্রদর্শনী
0
Share.