চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসায় স্মরণ সভা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি |
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ার প্রাক্তণ ছাত্র পরিষদের উদ্যোগে সাবেক অধ্যক্ষ এস এম ইকবাল মোজাদ্দেদী, ওফাতপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের স্মরণসভা এবং দোয়া মাহফিল শনিবার (১১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশরাফী। সংবর্ধিত অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি আবদুল মোনাফ সিকদার। মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনসারী, আল্লামা অধ্যক্ষ তৈয়ব আলী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী, মাওলানা আমির আহমেদ আনোয়ারী, মাওলানা মুজিবুর মহমান নেজামী, নাছির উদ্দিন তৈয়্যবী, আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, করিম উদ্দিন নূরী, ইউসুফ আনসারী, আলতাফ হোসেন নঈমী, আ.র.ম মোজাম্মেল হক আল-কাদেরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সাবেক ছাত্র এইচ এম শহীদুল্লাহ, কাজী মোহাম্মদ মামুনুল হক ও হাফেজ মোহাম্মদ তারেক। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

Share.

Leave A Reply