রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে বসতঘর

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি বসতঘর। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড রক্তছড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন জানান, ভয়াবহ অগ্নিকান্ডে এলাকার আহমদ ছৈয়দের ছেলে রবিউল আলমের মালিকানাধীন একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কবল থেকে ঘরের বাসিন্দারা কোনরকম বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনকিছু উদ্ধার করতে পারেনি। এতে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “আগুনে ৩৫ বাই ৪০ ফুট দৈর্ঘ্যের ৬ কক্ষবিশিষ্ট একটি টিন ও বাঁশের বেড়ার তৈরি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।

Share.

Leave A Reply