রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার পোমরা বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) রাজীব চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মিলকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহিদ বুদ্ধিজীবি দিবসে পোমরার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন
0
Share.