রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজার চত্বরে রাজানগর ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুুষ্ঠিত হয়। সামাবেশে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। রাজানগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক লোকমান গনি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন , ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু ,সাধারন সম্পাদক মো. ইউনুচ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু জাফর তালুকদার, সহসভাপতি ইউচুপ মাতব্বর যুগ্ন-সাধারন সম্পাদক নুর মোহাম্মদ আজাদ, ইসলামপুর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বাবলা, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা মুবিন চৌধুরী, ছাত্রলীগ নেতা এরশাদুর রহমান,মিজানুর রহমান, আব্দুল বারেক মেম্বার, মো. রহমান, এরশাদ মেম্বার, আমিন মেম্বার, হোসেন মেম্বার, সাহেদ মেম্বার, সেচ্ছাসেবকলীগ নেতা মো. বেলাল সওদাগর, কৃষকলীগ নেতা আবুল মোস্তফা, রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য রোববার (১২ ডিসেম্বর) সকালে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদারের ওপর হামলা করে প্রতিপক্ষরা। আবু তৈয়বের পরিবারের অভিযোগ, নির্বাচনে পরাজিত হয়ে ইউপি সদস্য প্রার্থী আজগর আলী ও তাঁর লোকজন তৈয়বের ওপর হামলা করে।

Share.

Leave A Reply