রাঙ্গুনিয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী যথযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি সম্মান জানানো হয়। কলেজ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ^জিৎ রায় চৌধুুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ. কে. এম. সুজা উদ্দীন। আলোচনা সভার শুরুতে শহিদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক এন. কে. এম শাহারিয়ার, শিক্ষক পরিষদের সহ-সভাপতি অধ্যাপক নুরুল মোমেন চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মর্তুজা মোরশেদুল আনোয়ার, অধ্যাপক হোমায়রা রওশন, তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, কলেজ ছাত্র সংসদের ভিপি শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, জি এস মহিন উদ্দীন, এজি এস রহমত উল্লাহ, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল তালুকদার, সহ-সভাপতি বাবলা তালুকদার, যুগ্ন সম্পাদক ওমর ফারুক সুজনসহ প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠনের শেষে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দলকে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ. কে. এম. সুজা উদ্দীন পুরষ্কার প্রদান করেন।