রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় কম্বল বিতরণ কার্যক্রম চালাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। এর অংশ হিসেবে রোববার (২ জানুয়ারি) উপজেলার কোদালা ইউনিয়নে দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোদালা ইউনিয়ন এনএনকে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক প্রমুখ।
তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক দুস্থ মানুষ পেল কম্বল
0
Share.