রাঙ্গুনিয়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিস ও উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র সমবায়ীদের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। এছাড়া সমবায় সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দরিদ্র সমবায়ী নারী-পুরুষদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।

Share.

Leave A Reply