নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদকে সভাপতি ও ঢাকা সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ এমরানুল ইসলাম জাবেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ জনের কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে পোমরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছাত্র পরিষদ’র ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষনা করা হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ’র সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্ঠা কমিটির সভাপতি এস এম মাওলানা আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জরিফ আলী আরমান, আল্লামা মুহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মারফতুন নুর, মাওলানা আব্দুল মান্নান হারুনী, আব্দুল মান্নান সওদাগর। বক্তব্য দেন ছাত্র পরিষদের সহ সভাপতি সাইফুল আলম মাসুদ, বিদায়ী সাধারণ সম্পাদক মো. মোক্তারুল মোস্তফা টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল ইসলাম জাবেদ, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শাওন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. জাহেদুল হক, অধ্যক্ষ নুরুল আমিন, মো. মোত্তালেব, ইঞ্জিনিয়ার আলমশাহ, মো. দেলোয়ার হোসেন, ফয়সাল আলম, আরিফুর রহমান প্রমুখ।
রাঙ্গুনিয়া জামেউল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠিত
0
Share.