রাঙ্গুনিয়ার ৪০০ দরিদ্র মানুষ পেল কম্বল

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় দরিদ্র ৪০০ মানুষকে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী এসব কম্বল বিতরণ করেন। গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকৃত শীতার্তদের কাছে গিয়ে এসব কম্বল দেওয়া হয়। সর্বশেষ গত মঙ্গলবার বিকালে ইছাখালী এলাকায় আনুষ্ঠানিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে নিয়মিত ত্রাণ সহায়তা, কম্বল, করোনা সহায়ক উপকরণসহ দরিদ্রদের নিয়মিত সহায়তা করা হয়। তাঁরই অংশ হিসেবে প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে তাদেরই কম্বল দেওয়া হয়েছে।এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে।

Share.

Leave A Reply