চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকাননে কলেজছাত্র তাফরিদ রশিদ (১৭) আত্মহত্যা করেছে।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে ফার্স্ট লেইনের বাসায় এ ঘটনা ঘটে।
তাফরিদ রশিদ একই এলাকার তানভির রশিদের ছেলে। সে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তাফরিদ রশিদের মামাত ভাই রিফাত বলেন, দুপুরে স্বাভাবিকভাবে তাফরিদ বাসায় খাওয়া-দাওয়া করেছিল। বাসায় কোনো ধরনের সমস্যাও ছিল না। বাসায় ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করে।
সেখান থেকে উদ্ধার বিকেলে সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহ জরুরি বিভাগের পাশে নির্দিষ্ট কক্ষে রয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি।