রাঙ্গুনিয়ার সরফভাটায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দিয়েছে পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চ্যানেল আই কর্তৃক পরিবর্তনের নায়ক ক্যাটারিতে কৃষি এওয়ার্ডপ্রাপ্ত খামারী এরশাদ মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়নের পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও সাবেক ইউপিচেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকতার কামাল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, এস এম কামাল উদ্দিন, আবদুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, জাফর আহমেদ, মো. হারুন, খোরশেদ আলম সুজন, এম কেফায়েত উল্লাহ, আমিন শরীফ, ইউপি সদস্য সাইফুদ্দিন আজম, শিরিন আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আকতার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক বিমল কুমার শীল।
পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share.

Leave A Reply