রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পূজা পরিষদ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেনের বিরুদ্ধে মারধরে অভিযোগ এনে শনিবার (১৫ জানুয়ারি)সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন।
সুপায়ন সুশীলের বড় ভাই দ্বীপায়ন সুশীল বলেন, শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সুপায়ন হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় একটি চা দোকানে বসছিল। পূর্ব শত্র“তার জের ধরে হঠাৎ চেয়ারম্যান মির্জা সেকান্দর অতর্কিতভাবে এসে মারধর করে। পরে স্থানীয় লোকজন মারধর থেকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
জানতে চাইলে হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, “ হাটের চা দোকানে ঘরের জন্য বিস্কুট কিনতে গেলে সুপায়ন সিগারেটের ধোঁয়া আমার মুখে ছোঁড়ার সময় বাধা দিলে একটু তর্ক বিতর্ক হয়। সামান্য বিষয় এটি, বিবাদটি মিটে যাচ্ছে। ”
রাঙ্গুনিয়ায় পুজা পরিষদ নেতাকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
0
Share.