রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার ও শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হকের আজ সোমবার (১৭ জানুয়ারি) একাদশ মৃত্যুবার্ষিকী। মো. নুরুল হক কোদালা উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রয়াত নুরুল হকের ছেলে কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউছার নূর লিটন বলেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ.লীগসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। নিজ বাড়িতে দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা নুরুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী আজ
0
Share.