রাঙ্গুনিয়ার ইছাখালিতে বিশ্ব ওলিদের ফাতেহা অনুষ্ঠিত

0

দরবারে আজিজিয়া রাঙ্গুনিয়া শাখার সভাপতি আজাদ শাহ’র খোশরোজ (জন্মদিন) উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর এলাকার ইছাখালী জাকিরাবাদ এলাকার নিজ বাড়িতে খতমে কোরআন , খতমে শেফা, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আয়োজন করা হয়। পরে বিশ্ব ওলিদের নামে ফাতেহার তবরুক ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মসূচি গ্রহন করা হয়। আজাদ শাহ্ শতাধিক আধ্যাত্বিক ধর্মীয় কবিতা ও গান লিখেছেন। তাঁর লিখিত ধর্মীয় গান বিভিন্ন শিল্পীর কন্ঠে প্রসিদ্ধ হয়েছে।

Share.

Leave A Reply