নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরছে নঈমী নকশবন্দী রাঙ্গুনিয়া নূরুল উলূম কামিল (এম এ) মাদরাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য ওরশে ওইদিন সকাল থেকে রাতব্যাপি নানা কর্মসূচি পালন করা হবে। প্রথমদিন বুধবার (১৯ জানুয়ারি) সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে। দুইদিনব্যাপি কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন রাহাতিয়া দরবারের শাহজাদা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী (মা.)।
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরশ বৃহষ্পতিবার, থাকবেন তথ্যমন্ত্রী
0
Share.