রাঙ্গুনিয়ায় স্কাউটস’র মহাতাবু জলসা অনুষ্ঠিত

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
১৫৭তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স এর ৫ দিনব্যাপী মহাতাবু জলসা রাঙ্গুনিয়ার বিআইজেডএইচ স্কুল মাঠে সোমবার (১৭ জানুয়ারি) রাতে শেষ হয়েছে। রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জলসায় স্কাউটস এর বেসিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে কোর্স লিডার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী। আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক কাজী আহসান উদ্দিন, আনন্দ কুমার বড়–য়া, রাজু প্রসাদ বড়–য়া, সৌমেন কান্তি দাশ, হারুন সিকদার, লিটন বড়–য়া, সোহেল খাঁন প্রমুখ।

Share.

Leave A Reply