রাঙ্গুনিয়ায় পাকা ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ইমরান হোসেন (২৭)। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় এই ঘটনা ঘটে।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, মরিয়মনগরের প্রবাসী নাজির শাহ’র নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন ইমরান। একপর্যায়ে অসাবানতাবশত: বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়ায় বিদ্যুতের লাইনে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
0
Share.